কনকচাঁপা এর বৈজ্ঞানিক নাম Ochna squarrosa,
শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০
Home »
» কনকচাঁপা :
কনকচাঁপা :
কনকচাঁপা :
কনকচাঁপা এর বৈজ্ঞানিক নাম Ochna squarrosa,
এই ফুলের গাছটি ছোট বৃক্ষ জাতীয় গাছ। ফুলের মঞ্জরি ছোট ছোট, কিন্তু অনেকগুলো একসঙ্গে থাকে। পাতা যখন কচি থাকে, তখন রং থাকে তামাটে। কিন্তু পরিণত বয়সে পাতাগুলো গাঢ় সবুজ রঙের হয়ে যায়। তবে চাঁপা ফুল গাছের মতো সারা বছর গাছে পাতা থাকে না; শীতের শেষে পাতা ঝরে যায়। আর বসন্তে ফুলটির ঘন হলুদ সোনালি রঙের পাপড়ি আর তামা রঙের কচি পাতায় গাছের ডালপালা ছেয়ে যায়। আর ফুলটিতে মধুও থাকে। আর সেই মধুর লোভে জড়ো হয় রাজ্যের সব মৌমাছি আর ভ্রমর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন