বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ:Plantae
(শ্রেণীবিহীন): Angiosperms
(শ্রেণীবিহীন): Eudicots
(শ্রেণীবিহীন): Asterids
বর্গ:Ericales
পরিবার:Lecythidaceae
গণ:Barringtonia
প্রজাতি:B. acutangula
দ্বিপদী নামBarringtonia acutangula
(L.) Gaertn.
আদি নিবাস
হিজল গাছের আদি নিবাস দক্ষিণ এশিয়া, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া।[১]
আকার
হিজল মাঝারি ধরনের। ডালপালার বিস্তার চারদিকে। সাধারণত জলজ কাদা, পানিতে এই গাছ জন্মে। বীজ থেকে গাছ হয়। উচ্চতা ১০ থেকে ১৫ মিটার।[১]
ফুল
হিজল ফুল দেখতে খুবই সুন্দর। হালকা গোলাপি রঙের ১০-১২ সেমি লম্বা পুষ্পদণ্ডের মাঝে অসংখ্য ফুল ঝুলন্ত অবস্থায় ফোটে। গভীর রাতে ফুল ফোটে, সকালে ঝরে যায়। ফুলে একধরনের মিষ্টি মাদকতাময় গন্ধ আছে।[১]
ব্যবহার
হিজলগাছের প্রাণশক্তি প্রবল। বন্যার পানি কিংবা তীব্র খরাতেও টিকে থাকে। এমনকি পানির নিচে কয়েক মাস নিমজ্জিত থাকলেও হিজলগাছ বেঁচে থাকে। তাই হাওর অঞ্চলে এ গাছের ডাল মাছের অভয়রাণ্য তৈরিতে ব্যবহূত হয়।[১]
Barringtonia acutangula
Barringtonia acutangula is a species of Barringtonia native to coastal wetlands in southern Asia and northern Australasia, from Afghanistan east to the Philippines and Queensland. Common names include freshwater mangrove, itchytree and mango-pine.[2]
Description
This plant is a big tree that grows to about 8–15 m high. Its leaves are thick, smooth and oval in shape, about 8–12 cm long and 4–5 cm wide, with reddish petioles about 0.5–1.0 cm long. The plant has drooping raceme of up to 50 cm long, with numerous large, white flowers. Its fruit is oval-shaped and about 3 cm long, with 1 seed inside.[3]
Uses
Food
The young leaves of this plant are consumed as food, such as in Vietnam where they are eaten fresh with other vegetables, meat and shrimp.[3]
Medicinal
Research on this plant has reported a number of medicinal uses, including antitumor (seed extract),[4] antibiotic,[5] inhibition of growth of Helicobacter pylori,[6] antinociceptive activity[7] and antifungal activity.[8][9]
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন