রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬
Home »
» পেঁপের ভেষজ গুনাগুণ
পেঁপের ভেষজ গুনাগুণ
পেঁপেতে প্রচুর পরিমাণ
মিনারেল,
অ্যানটিঅক্সিডেন্ট এবং
ভিটামিন রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী। শুধু তাই নয়, পেঁপেকে ভিটামিনের দোকান বলা
হয়। লো ক্যালরির ফল হওয়ায় এটি ওজন কমাতে বেশ কার্যকর। আপনি যদি ওজন কমাতে চান প্রতিদিনের খাবারে
রাখুন পেঁপে। শুধু ওজন হ্রাস নয় পেঁপের রয়েছে আরো অনেক স্বাস্থ্য উপকারিতা।
জেনে নিন
প্রতিদিনের খাবারের তালিকায়
কেন পেঁপে রাখা উচিত।
কোলেস্টেরল হ্রাস
করে
পেঁপেতে রয়েছে
ফাইবার, ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে
যা ধমনীতে কোলেস্টেরল জমতে বাঁধা প্রদান করে। ধমনীতে চর্বি জমার কারণে
হার্ট অ্যাটাকের মত ঘটনাও ঘটতে পারে।
হজম ক্ষমতা বাড়ায়
পেঁপেতে প্রচুর
পরিমাণে এনজাইম আছে যা খাবার হজমে
সহায়তা করে থাকে। এছাড়াও প্রচুর পানি ও
দ্রবণীয় ফাইবার আছে। যারা হজমের
সমস্যায় ভুগে থাকেন তাঁরা নিয়মিত পথ্য
হিসেবে পাকা বা কাঁচা পেঁপে খেতে
পারেন।
রোগ প্রতিরোধ
ক্ষমতা বৃদ্ধি করে
পেঁপেতে রয়েছে প্রচুর
পরিমাণে ভিটামিন এ,
সি ও ই। এই ভিটামিন গুলো শরীরে রোগ
প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরের ভিবিন্ন রোগ সারাতে এর জুড়ি রয়েছে। এছাড়া পেঁপেতে বিদ্যমান প্রচুর পরিমাণে ভিটামিন এ যা চোখের
জন্য উপকারী।
ডায়াবেটিস
প্রতিরোধে
চিনির পরিমাণ কম
থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য পেঁপে
একটি আর্দশ ফল। যাদের ডায়াবেটিস নেই
তাদের ও প্রতিদিনের খাবারের তালিকায় পেঁপে রাখা উচিত।পেঁপে
ডায়াবেটিস প্রতিরোধ করে।
ক্যালসিয়ামের
চাহিদা মেটায়
পেঁপেতে প্রচুর
পরিমাণে ক্যালসিয়াম,প্টাশিয়াম,ম্যাগনেশিয়াম এবং কপার রয়েছে, নিয়মিত পেঁপে খেলে
শরীরে ক্যালসিয়াম তৈরি হয় হাড় মজবুত করে বাত-ব্যাথা কমিয়ে দেয়।
স্ট্রেস হ্রাস
করতে
সারাদিন ক্লান্তি
এক নিমিষে দূর করে দিতে পারে এক প্লেট পেঁপে। এতে থাকা ভিটামিন সি স্ট্রেস হ্রাস
করে। University of Alabama এর মতে দৈনিক ২০০ মিলিগ্রাম ভিটামিন সি আমাদের খাবারের
তালিকায় রাখা উচিত যা স্টোক কমাতে সাহায্য করে।
ক্যান্সার
প্রতিরোধক
পেঁপেতে রয়েছে প্রচুর
পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভোনোক্সিড যা দেহে
ক্যান্সারের কোষ তৈরিতে বাঁধা দেয়। Harvard
School of Public Health’s Department এক
গবেষণায় দেখা গেছে যে পেঁপের বিটা কেরোটিন
উপাদান কোলন ক্যান্সার,
প্রোসটেট ক্যান্সার প্রতিরোধ করে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন