ইউনানী ভাষায়ঃ যওফে বাহ্
মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
Home »
» ধ্বজভঙ্গ রোগের কারন লক্ষণ ও চিকিৎসা
ধ্বজভঙ্গ রোগের কারন লক্ষণ ও চিকিৎসা
ইংরেজীতেঃ impotency
বাংলায়ঃ ধ্বজভঙ্গ
রোগ ও স্বভাবঃ
-----------------------------
ধ্বজভঙ্গ হলো যৌনোন্দ্রিয় / পেনিস বিকল হয়ে যাওয়া এবং উত্থান না হওয়া, সঙ্গম ক্ষমতা সম্পূর্নভাবে হারিয়ে ফেলা।
ধ্বজভঙ্গ, একজন পুরুষের জীবনে মহা অভিশাপ।
অনেকেই এ রোগের চিকিৎসা করতে করতে নিশ্ব হয়ে যায়। অনেকেই বেচে থেকেও জীবিত লাশের ন্যায় জীবন যাপন করে।
কেন এ রোগ হয়?
--------------------------------
বহুবিধ কারনে ধ্বজভঙ্গ হতে পারে।
সাদারনত দ্রুতবীর্যপাত সমশ্যা যে কারনে হয়ে থাকে, সে কারন গুলোও ধ্বজভঙ্গের সাথে জড়িত।
বিশেষ করে,,,
অন্য কোন রোগের প্রভাবে
দেহের প্রদান অঙ্গ সমূহের দূর্বলতার কারনে
মস্তিষ্ক / হার্ট/ লিভার ও কিডনির দূর্বলতা/ বিভিন্ন রোগের কারনে, এ রোগ হতে পারে।
হরমোনের অভাব
শোক/ চিন্তা / ভয়ভীতি
রাগ/ মানষিক অস্থিরতা ইত্যাদি কারনে এ রোগ হতে পারে
অত্যাধিক ধুমপান / নেশা/ অতিরিক্ত চা পান ও উষ্ণ স্বভাবের / অতিরিক্ত শ্বেত স্বভাবের খাদ্য বেশী খেলে এ রোগ হতে পারে।
সব চাইতে উল্লেখযোগ্য কারন গুলো হল
বদ অভ্যাস/বিকৃত যৌনাচার
দীর্ঘদিন হস্তমৈথুন
সমকামীতা
বলৎকার
এবং অন্য আন্যান্য অস্বাভাবিক উপায়ে বীর্যপাত ঘটানো/ যৌনতৃপ্তি ভোগ করা।
যার ফলে পেনিসের বৈকল্যতা দেখাদেয়।
পেনিস ছোট হওয়া
বাকা ত্যাড়া
শৈথিল্যতা
গোড়ার দিক চিকন
মাথার দিক মোটা
ইত্যাদি উপসর্গ দেখা দেয়।
ধ্বজভঙ্গ রোগের লক্ষনঃ
-----------------------------------------------
পেনিস শক্ত হয়না
নরম ও শিথিল থাকে
কারো কারো পেনিসের গোড়া চিকন হয়ে যায়
মাথার দিক মোটা/ এবং বাকা হয়ে যায়
স্ত্রী সহবাসের ইচ্ছা মোটেও হয় না
কারো কারো ইচ্ছা হলেও নারীকে আলিঙ্গণ করার সাথে সাথে ২/৪ ফেটা বীর্যপাত হয়ে পেনিস নিস্তেজ হয়ে যায়।
এক কথায় স্ত্রী সহবাস করার ক্ষমতা থাকে না।
এলাজ / চিকিৎসা ব্যবস্থা
-----------------------------------------
ধ্বজভঙ্গের প্রকৃত চিকিৎসা ব্যাবস্থাই হলো
বিজ্ঞানসম্মত
ইউনানী / আয়ুর্বেদ / ন্যাচারাল চিকিৎসা ব্যাবস্থা।
বাংলাদেশ জাতীয় ইউনানী ও আয়ুর্বেদ ফর্মুলায় এ রোগের জন্য রয়েছে অনেক ন্যাচারাল মেডিসিন।
যেমন,,,,
★ মাজুনে লানা
★ হাব্বে আযরাকী
★ হাব্বে আম্বর মেমওয়ারী
★ তিলা জাদিদ/ তেলা চৌরখ
★ তিলায়ে জোক
★ হাব্বে মুনওইশ
★ মাজুনে মুগাল্লিজ
★ মাজুনে ফালাসাফা
★ শরবতে আরক মাউল লাহম
★ সন্জিবীনি রসায়ন
★ অশ্বগন্ধারিষ্ট
★ দশমূলারিষ্ট
★ খামিরা মারওয়ারিদ ইত্যাদি,,,
মূলত প্রকৃত রোগ উদঘাটন করে সেই অনুযায়ী ব্যবস্থা পএ নিরুপূন করতে হবে।
অন্য কোন রোগের / মেডিসিনের প্রভাবে ধ্বজভঙ্গ হলে সেই সমশ্যার জন্যও সঠিক চিকিৎসা প্রয়োজন।
বিশেষ সতর্কতা
---------------------------
কখনোই গভঃ নিবন্ধিত/ রেজিষ্টার্ড চিকিৎসক বিহীন, কোন মেডিসিন এবং চিকিৎসা গ্রহন উচিত নয়।
অনেক ভাইদের কাছেই শুনতে পাই!
সেক্সুয়াল চিকিৎসা গ্রহনের ক্ষেএে প্রতারিত হওয়ার গল্প!
এতএব, বিশেষ নির্দেশনা
---------------------------
গভঃ নিবন্ধিত/ রেজিষ্টার্ড চিকিৎসক বিহীন সকল ধরনের চিকিৎসা সেবা গ্রহন হতে বিরত থাকুন।
প্রতারিত ধোকা হতে নিরাপদ থাকুন
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন