ইউনানী ভাষায়ঃ যওফে বাহ্
মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
Home »
» ধ্বজভঙ্গ রোগের কারন লক্ষণ ও চিকিৎসা
ধ্বজভঙ্গ রোগের কারন লক্ষণ ও চিকিৎসা
ইংরেজীতেঃ impotency
বাংলায়ঃ ধ্বজভঙ্গ
রোগ ও স্বভাবঃ
-----------------------------
অনেকেই এ রোগের চিকিৎসা করতে করতে নিশ্ব হয়ে যায়। অনেকেই বেচে থেকেও জীবিত লাশের ন্যায় জীবন যাপন করে।
কেন এ রোগ হয়?
--------------------------------
বহুবিধ কারনে ধ্বজভঙ্গ হতে পারে।
সাদারনত দ্রুতবীর্যপাত সমশ্যা যে কারনে হয়ে থাকে, সে কারন গুলোও ধ্বজভঙ্গের সাথে জড়িত।
বিশেষ করে,,,
সব চাইতে উল্লেখযোগ্য কারন গুলো হল
পেনিস ছোট হওয়া
বাকা ত্যাড়া
শৈথিল্যতা
গোড়ার দিক চিকন
মাথার দিক মোটা
ইত্যাদি উপসর্গ দেখা দেয়।
ধ্বজভঙ্গ রোগের লক্ষনঃ
-----------------------------------------------
এলাজ / চিকিৎসা ব্যবস্থা
-----------------------------------------
ধ্বজভঙ্গের প্রকৃত চিকিৎসা ব্যাবস্থাই হলো
বিজ্ঞানসম্মত
ইউনানী / আয়ুর্বেদ / ন্যাচারাল চিকিৎসা ব্যাবস্থা।
বাংলাদেশ জাতীয় ইউনানী ও আয়ুর্বেদ ফর্মুলায় এ রোগের জন্য রয়েছে অনেক ন্যাচারাল মেডিসিন।
যেমন,,,,
★ মাজুনে লানা
★ হাব্বে আযরাকী
★ হাব্বে আম্বর মেমওয়ারী
★ তিলা জাদিদ/ তেলা চৌরখ
★ তিলায়ে জোক
★ হাব্বে মুনওইশ
★ মাজুনে মুগাল্লিজ
★ মাজুনে ফালাসাফা
★ শরবতে আরক মাউল লাহম
★ সন্জিবীনি রসায়ন
★ অশ্বগন্ধারিষ্ট
★ দশমূলারিষ্ট
★ খামিরা মারওয়ারিদ ইত্যাদি,,,
মূলত প্রকৃত রোগ উদঘাটন করে সেই অনুযায়ী ব্যবস্থা পএ নিরুপূন করতে হবে।
অন্য কোন রোগের / মেডিসিনের প্রভাবে ধ্বজভঙ্গ হলে সেই সমশ্যার জন্যও সঠিক চিকিৎসা প্রয়োজন।
বিশেষ সতর্কতা
---------------------------
কখনোই গভঃ নিবন্ধিত/ রেজিষ্টার্ড চিকিৎসক বিহীন, কোন মেডিসিন এবং চিকিৎসা গ্রহন উচিত নয়।
অনেক ভাইদের কাছেই শুনতে পাই!
সেক্সুয়াল চিকিৎসা গ্রহনের ক্ষেএে প্রতারিত হওয়ার গল্প!
এতএব, বিশেষ নির্দেশনা
---------------------------
গভঃ নিবন্ধিত/ রেজিষ্টার্ড চিকিৎসক বিহীন সকল ধরনের চিকিৎসা সেবা গ্রহন হতে বিরত থাকুন।
প্রতারিত ধোকা হতে নিরাপদ থাকুন







0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন