যৌনবাহিত রোগ(ইংরেজি: sexually transmitted disease বা STD) হল সেসব সংক্রামক রোগ যেগুলো সাধারণত যোনীমৈথুন, মুখমেহন, পায়ুমৈথুনসহ নানাবিধ যৌনকর্মের মাধ্যমে বিস্তার লাভ করে। একে সংক্ষেপে এসটিডি (STD) উল্লেখ করা হয়। এছাড়াও একে যৌনবাহিত সংক্রমণ (sexually transmitted infections বা STI) অথবা যৌনব্যাধি (venereal diseases বা VD) নামেও অভিহিত করা হয়। চিকিৎসা শাস্ত্রের বিখ্যাত গ্রন্থ ডেভিডসন যৌনসংক্রমণে বিভিন্ন মানব অঙ্গপ্রত্যঙ্গের নাম বর্ণনা করা হয়েছে। অ্যালব্রেক্ট ডিউরার কর্তৃক অঙ্কিত সিফিলিস রোগের চিত্র। শ্রেণীবিভাগ এবং বহিঃস্থ সম্পদ বিশিষ্টতা সংক্রামক রোগ আইসিডি-১০ A৬৪ আইসিডি-৯-সিএম ০৯৯.৯ ডিজিসেসডিবি ২৭১৩০ পেশেন্ট ইউকে যৌনবাহিত রোগ মেএসএইচ D০১২৭৪৯ (ইংরেজি) "STIs are a group of contagious conditions whose principal mode of transmission is by intimate sexual activity involving the moist mucous membranes of the penis, vulva, vagina, cervix, anus, rectum, mouth and pharynx along with their adjacent skin surfaces."উল্লেখযোগ্য কিছু যৌনবাহিত রোগের নাম হলোঃ সিফিলিস(syphilis) বা ফিরিঙ্গি রোগ গনোরিয়া( Gonorrhoea) বা বিষমেহ ক্ল্যামাইডিয়া (Chlamydia) ট্রাইকোমোনিয়াসিস(Trichomoniasis) জেনিটাল হার্পিস (Genital herpes) জেনিটাল ওয়ার্টস ( Genital warts) হেপাটাইটিস বি এবং সি (Hepatitis B & C) এইডস (এইচ আইভির জীবাণু) চ্যানক্রয়েড (Chancroid) গ্রানুলোমা ইনগুইনাল (granuloma inguinale) লিম্ফোগ্রানুলোমা ভেনেরিয়াম (lymphogranuloma venereum) একে যৌন বহনযোগ্য রোগ বলা অধিক যুক্তিযুক্ত কারণ এসব রোগের কিছুসংখ্যক রোগ অন্যান্য প্রক্রিয়াতেও ছড়ায় (যেমন এইচআইভি)। কিছু সাধারণ যৌনরোগের জীবানুর নামঃ গনোরিয়া - Neisseria gonorrhoea. সিফিলিস - Treponema pallidum. জেনিটাল হার্পিস - Herpes simplex(type 2) এইডস -HIV virus দীর্ঘদিনের যকৃতের প্রদাহ -Hepatitis B & C virus জেনিটাল ওয়ার্টস - Human pailloma virus. তথ্যসূত্র :উইকিপিডিয়া |
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন