বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭
সুস্থ জীবনের আনন্দ উপভোগ করুন
আমরা আমাদের প্রাত্যহিক জীবনে সুস্থ থাকতে চাই । আর সুস্থ জীবনই হল আনন্দময় জীবন । আমরা যারা নিজেদেরকে সুস্থ মনে করি তারা কি কখনো ক্ষুধামন্দা, পুষ্টিহীনতা, মানসিক অবসাদ, বা রক্তস্বল্পতায় আক্রান্ত হই না ? মাঝে মাঝে কি দেহ ও মনে দুর্বলতা অনুভব করি না ? কাজকর্মে উদ্যম হারিয়ে ফেলি না ? যদি তাই হয় তবে কিভাবে এর থেকে মুক্তি পেতে পারি ?
এই ছোটখাটো সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়ার উপায় আমাদের হাতের কাছেই রয়েছে। পেয়ারা এবং মনাক্কা খেয়ে দেখুন। পেয়ারা এবং মনাক্কা আপনার কোষ্ঠকাঠিন্যকে বিদায় করবে, পরিপাক শক্তি বৃদ্ধি করবে, ফলে ক্ষুধামন্দা দূর হবে । পেয়ারার ক্যালসিয়াম ও ফসফরাস আপনার হাড়ের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করবে। এতে প্রচুর পরিমান আয়রন রয়েছে যা ঋতুমতী মহিলাদের জন্য খুবই দরকারী। রক্তের হিমোগ্লোবিন সারা দেহে অক্সিজেন সরবরাহ করে। আয়রন গ্রহনের ফলে হিমোগ্লোবিন তৈরি হয় এবং সমস্ত শরীরে অক্সিজেনের পর্যাপ্ত পরিমাণ সরবরাহ নিশ্চিত হয় এবং মানসিক অবসাদ দূর হয় । কাজেই একটি পেয়ারা খেয়ে আপনি হয়ে উঠতে পারেন প্রফুল্ল ও প্রাণ-চঞ্চল।
মেয়েলী রোগ গুলি মহিলারা সাধারণত প্রকাশ করতে চান না। তারা দীর্ঘ দিন এ রোগ গুলি চেপে রাখেন এবং নিরবে যন্ত্রণা ভোগ করেন। যেমন প্রস্রাবে জ্বালা পোড়া এবং ঋতুস্রাব নিয়মিত ও ক্লিয়ার না হওয়া অধিকাংশ মহিলাদের একটি সাধারণ সমস্যা। কুসুম ফুল এবং মঞ্জিষ্ঠা মহিলাদেরকে এই যন্ত্রণা থেকে সহজেই মুক্তি দিতে পারে।এছাড়া যকৃত ও প্লীহার কোন সমস্যা বা জন্ডিস থাকলেও এ দুটি ভেষজ অত্যন্ত কার্যকরী।
আমরা কি কখনো ভেবে দেখেছি যে কেন আমাদের রিচ ফুড গুলিতে দারচিনি,লবঙ্গ বা তেজপাতা ব্যবহার করা হয়? এগুলি কি শুধুমাত্র মশলা? শুধুই কি খাদ্যের স্বাদ ও সুগন্ধের জন্য ব্যবহৃত হয়? বিষয়টি ভেবে দেখুন। বিরিয়ানি,পোলাও, মাংস বা তৈলাক্ত খাবার আমাদের পাকস্থলীকে বিশৃংখল করে তোলে, যার ফলে শুরু হতে পারে বদহজম, পেট-ফাঁপা, পেটের বেদনা, এসিডিটি, বুক ও গলার জ্বালা-পোড়া, বমি পাতলা পায়খানা ইত্যাদি। দুর্বল হজম শক্তির দরুন নিদারুণ বিরক্তিকর উপসর্গ হল মুখে দুর্গন্ধ, যার দরুন আক্রান্ত ব্যক্তি ভদ্র সমাজে কথাই বলতে পারে না। অথচ এই সবগুলি সমস্যার সহজ সমাধান করতে পারে দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা। এছাড়া এ মসলা তিনটি স্নায়ুকে উদ্দিপ্ত করে, কফ নিঃসরণ করে এবং রুচি বৃদ্ধি করে।
প্রথমে যে কথাটি বলেছিলাম যে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে সুস্থ থাকতে চাই । এখন দেখতে পাচ্ছি আমাদের সুস্থতার জন্য প্রয়োজনীয় উপাদানগুলি রয়েছে আমাদের আশেপাশেই এমনকি আমাদের রান্নাঘরে। এই উপাদানগুলি সংগ্রহ করে একসাথে সেবন করুন। আর যদি ঝামেলা মনে হয় তবে আপনার পাশের ফার্মেসি থেকে সংগ্রহ করুন জেবিএল ড্রাগ ল্যাবরেটরীজ এর “মোভিলেক্স”। উপরে উল্লেখিত উপাদানগুলির সুষম সমন্বয়ে ইউনানী ফর্মুলা অনুসরণে তৈরি “মোভিলেক্স” হতে পারে আপনার সুস্থতার চাবিকাঠি।
সুতরাং “মোভিলেক্স” সেবন করুণ সুস্থ জীবনের আনন্দ উপভোগ করুন।
উপাদানঃ
প্রতি ৫ মিলি সিরাপে আছেঃ
পাকা পেয়ারা (Psidiun guajava) ১.০০০ গ্রাম
মনাক্কা (Vitis vinifera) ০.২৫০ গ্রাম
কুসুম ফুল (Carthamus tinctorius) ০.০১০ গ্রাম
ছোট এলাচ (Elettaria cardamomum) ০.০০৫ গ্রাম
মনজিষ্ঠা (Rubia cordifolia) ০.০০৫ গ্রাম
তেজপাতা (Cinnamomum tamala) ০.০০৫ গ্রাম
দারচিনি (Cinnamomum zeylanicum) ০.০০৫ গ্রাম
লবঙ্গ (Syzygium aromaticum) ০.০০৫ গ্রাম
এবংঅন্যান্য উপাদান পরিমাণমত।
কার্যকারিতাঃ
ইহা পুষ্টিহীনতা, সাধারন দুর্বলতা, পাকস্থলীর দুর্বলতা, রক্তস্বল্পতা, কোষ্ঠকাঠিন্য, ভিটামিন এ ও সি এর অভাব পূরণে কার্যকর।
সেবনবিধিঃ
প্রাপ্ত বয়স্কঃ ২-৪ চা চামচ ঔষধ দিনে ২-৩ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
পরিবেশনাঃ
Collected From Tonmoy Saha